
বিশ্বের ২৮ কোটি বাংলা ভাষাভাষির জন্য উদ্ভাবিত হয়েছে অভিনব অনলাইন শিক্ষা পদ্ধতি। কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে ঘরে বসেই ক্লাস, লাইব্রেরি, পরীক্ষা ও সরাসরি শিক্ষকের সহায়তা পাওয়া সম্ভব। বিডি ছাত্রডটকম নামের ওয়েবসাইট থেকে এসব সুবিধা পাওয়া যাবে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে আরবিএস টেক লিমিটেড নামের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারি শামসুজ্জামান রিমন। তাদের উদ্যোগেই সমপ্রতি এ ওয়েবসাইটটি উদ্ভাবন করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে ওই সাইট। শিক্ষাপিপাসুরা বিনামূল্যেই সাইট থেকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। শুধু শিক্ষার্থী নয় শিক্ষকরাও এ থেকে উপকৃত হতে পারেন। শিগগিরই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। সাইটটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ৪ ভাগে ভাগ করে সাজিয়েছে। এগুলো হচ্ছে- প্রাথমিক ধাপ, মাধ্যমিক ধাপ, উচ্চ মাধ্যমিক ধাপ ও উচ্চতর শিক্ষা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে তারাই প্রথমবারের মতো শিক্ষা ব্যবস্থায় এ ধরনের বিশাল পরিসরে সাজিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব সাইটটি ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হচ্ছে না, দেশের বৃহত্তম স্বার্থের কথা চিন্তা করেই এটা তৈরি করা হচ্ছে। বিডি ছাত্রডটকম ওয়েবসাইটের শিক্ষা উপকরণ দ্বারা গ্রাম ও শহরে দরিদ্র ও ধনী সকলে পাবে অভিন্ন ও চমৎকার শিক্ষা উপকরণসহ শিক্ষা পদ্ধতি। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সকল ছাত্রছাত্রী পাবে জ্ঞানচর্চার জন্য সহজ ও সুন্দর এবং খুব তাড়াতাড়ি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যার সমাধান। এতে ১ম শ্রেণী হতে শুরু করে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীর জন্য বিভিন্ন প্রশ্নের সহজ সুন্দর ও মননশীল সমাধানসহ গাইড লাইন সরবরাহ করবে। এতে আরও আছে ই-ইডুকেশন সিস্টেম। এর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে শিক্ষার্থীরা সব জটিল প্রশ্নের সহজ ও সাবলীল সমাধান পাবেন। এতে আরও আছে ভিডিও ইডুকেশন পদ্ধতি। এর মাধ্যমে ঘরে বসে পাওয়া যাবে দেশের বিভিন্ন ভাল বিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষকের গুণগতমানের উন্নত শিক্ষাদান পদ্ধতি। এছাড়াও রয়েছে প্রশ্ন সমস্যা সমাধানের জন্য তৎক্ষণাৎ ম্যাসেজিং বা চ্যাটিং পদ্ধতি। এতে শিক্ষার্থীরা ওয়েবসাইটের চ্যাটিংয়ের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারবে। এজন্য ওয়েবসাইটে সার্বক্ষণিক থাকবেন অভিজ্ঞ ও দক্ষ স্বনামধন্য শিক্ষক। নতুন এ পদ্ধতিতে বিসিএস পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তারা ঘরে বসে বা সাইবার ক্যাফের দোকানগুলোতে গিয়ে খুব সহজে এবং দ্রুত ওয়েবসাইটে ঢুকে ফ্রি মডেল টেস্টে পরীক্ষা দিতে পারবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এইচএসসি পরীক্ষায় পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়ে পিএইচ-ডি পর্যন্ত উচ্চতর শিক্ষার ধাপ সংযুক্ত হয়েছে এই ওয়েবসাইটটিতে। এইচএসসি পরীক্ষায় পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য রয়েছে স্পেশাল ফ্রি মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা। পাশাপাশি বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য রয়েছে ঘরে বসে কোচিং ও উন্নতমানের মডেল টেস্ট পরীক্ষার সুবিধা। এদিকে ওয়েবসাইটে আছে অনলাইন লাইব্রেরি যেখানে ১ম শ্রেণী থেকে পিএইচ-ডি পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ।
এ প্রসঙ্গে সাইটটির উদ্ভাবক শামসুজ্জামান রিমন বলেন, বিডি ছাত্রডটকম হতে যাচ্ছে তথ্য ও প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিশেষ ও আধুনিক শিক্ষা পদ্ধতি ও অফুরন্ত শিক্ষা উপকরণের অন্যতম সামাজিক ওয়েবসাইট। আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজনীতি, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতিতে সবার আগে দ্রুত বিশ্বের সকল দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বংশানুক্রমিক পেশাগত বৃত্তি অবলম্বন করে নিশ্চিত জীবনযাপনের দিন এখন নেই বললেই চলে। তিনি বলেন, সাইটটি দেশের উন্নতি ও ছাত্রছাত্রীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সমপূর্ণ নিজস্ব অর্থায়নে এটা তৈরি করা হয়েছে। সরকারি অনুদান পেলে সাইটটিকে হয়তো আরও সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হবে। সূত্রঃ মানবজমিন