
নার্সিং ট্রেনিং নিতে এখন আর কাউকে ঢাকা কিংবা বাইরের জেলায় যেতে হবে না। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে অবস্থিত ইমপ্যাক্ট ফাউন্ডেশন জীবন মেলা হেলথ কেয়ার ভবনে শুরু হয়েছে নার্সিং ট্রেনিং কার্যক্রম। আজ সোমবার দুপুরে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওফারী কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ডাঃ শাফিউল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাঃ তাপস কুমার সরকার। উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক ডাঃ হাসিব মাহমুদ, সিনিয়ার প্রোগ্রাম এডভাইজার ডাঃ প্রদীপ সেন গুপ্ত, ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডাঃ সাইফুল ইমাম, প্রোগ্রাম কনসাল্টটেন্ট মোঃ আলাউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ম্যানেজার শামীম আহাম্মেদ ও সোহেল আহাম্মেদ।