চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়

Chandbill Govt. Primary School

চাঁদবিলের পশ্চিমপাড়াতে চাঁদবিলের বিল সংলগ্ন মনোরম পরিবেশের মধ্যে চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। মেহেরপুর থেকে আসতে ইমপ্যাক্টের মোড়/পশ্চিম পাড়া মোড় থেকে গ্রামের ভিতরে ঢুকে বামে পুকুর ও ডানে খেলার মাঠ, খেলার মাঠ পার হলেই চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৩১ সালে তৎকালীন ইংরেজ আমলে প্রতিষ্ঠিত হয় চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান ভবনের সম্মুখে রয়েছে সুবিশাল খেলার মাঠ, যেখানে বিদ্যালয়ের ছাত্ররা টিফিনের সময় ও বিকালে খেলার সুযোগ পায়, সাথে গ্রামের অন্যান্য ছেলেরাও খেলার সুযোগ পায়। চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিদান করেন মোঃ আব্দুল মান্নান, পিতা মৃত জবেদ আলী সাং চাঁদবিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাঃ মোছাঃ আফছানা গুলজার।

বিদ্যালয় পরিচালকমণ্ডলীঃ চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি আব্দুল মওদুদ, সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম। 

ছাত্র-ছাত্রীর পরিসংখ্যানঃ এখানে প্রতিবছর ২০০ থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনার সুযোগ পাই। ২০১৩ সালের হিসাব অনুযায়ী সর্বমোট ২২৪ জন লেখাপড়া করছে এখানে, যার মধ্যে ১১৭ জন ছেলে ও ৯৭ জন মেয়ে লেখাপড়া করে যাদের বেশির ভাগই চাঁদবিলের। ২০১৩ সালের হিসাব অনুযায়ী ১ম শ্রেণীতে সর্বমোট ২৭ জন, যার মধ্যে ১৬ জন বালক ও ১১ জন বালিকা। ২য় শ্রেণীতে সর্বমোট ৩৯ জন, যার মধ্যে ২২ জন বালক ও ১৭ জন বালিকা। ৩য় শ্রেণীতে সর্বমোট ৪৩ জন যার মধ্যে ২৬ জন বালক ও ১৭ জন বালিকা। চতুর্থ শ্রেণীতে সর্বমোট ৫৯ জন, যার মধ্যে ৩৭ জন বালক ও ২২ জন বালিকা। ৫ম শ্রেণীতে সর্বমোট ৪৬ জন, যার মধ্যে ১৬ জন বালক ও ৩০ জন বালিকা। 

পাশের হারঃ যেখানে প্রতিবছর পাশের হার ৬৫ শতাংশ। 

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর পাশের পরিসংখ্যানঃ বিদ্যালয়ের বিগত ৫ বছরের পাশের হার ছিলঃ ২০০৮ সালে ৩৫ জন ছাত্র-ছাত্রী ছিল যার মধ্যে অংশ গ্রহন করেছিল ৩৫ জন এবং পাশ করেছিল ৩৫ মোট পাশের হার ১০০ শতাংশ। ২০০৯ সালে ১৯ জন ছাত্র-ছাত্রী ছিল যার মধ্যে অংশ গ্রহন করেছিল ১৯ জন এবং পাশ করেছিল ১৮ মোট পাশের হার ৯৬ শতাংশ। ২০১০ সালে ৩৯ জন ছাত্র-ছাত্রী ছিল যার মধ্যে অংশ গ্রহন করেছিল ৩৯ জন এবং পাশ করেছিল ২৫ মোট পাশের হার ৬৬ শতাংশ। ২০১১ সালে ৩২ জন ছাত্র-ছাত্রী ছিল যার মধ্যে অংশ গ্রহন করেছিল ৩২ জন এবং পাশ করেছিল ৩২ মোট পাশের হার ১০০ শতাংশ। ২০১২ সালে ৫২ জন ছাত্র-ছাত্রী ছিল যার মধ্যে অংশ গ্রহন করেছিল ৫২ জন এবং পাশ করেছিল ৩৪ মোট পাশের হার ৬৫ শতাংশ। শিক্ষাবৃত্ত পেয়েছে ৪৫ শতাংশ হারে সর্বমোট ৯৬ জন।

চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্জনঃ ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এ উপজেলা চ্যাম্পিয়ান ও জেলা রানার্স আপ অর্জন এবং ২০১১ সালে ইউনিয়ন রানার্স আপ ট্রাফি অর্জন করে।

যোগাযোগঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মোবাইল নং ০১৭১৫-২৫১৫৯৯