মেহেরপুরে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে ১৮ বছরের নি:সন্তান দম্পতির কোলে তুলে দিলেন মাবিয়া নামের এক মহিলা। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের মাবিয়া খাতুন জানান, ঘটনার সময় তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে চাঁদবিলের তেঁতুলতলার নিকটে ছাগল চরাবার সময় একটি নবজাতক শিশুর কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান একটি ফুঁটফুঁটে নবজাতক পুত্র সন্তান। তিনি তাকে কোলে তুলে নেন। পরে তিনি শিশুটিকে চাঁদবিল গ্রামের রায়হান-শাহিদা দম্পতির কোলে তুলে দেন।
রায়হান-শাহিদা দম্পতি ১৮বছরের সংসার জীবনে নিঃসন্তান। নবজাতককে কোলে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এ দম্পতি। রায়হান একজন রিক্সা চালক। তিনি জানান, শিশুটিকে কোলে পেয়ে তার স্ত্রী শাহিদা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।