আমঝুপিতে মরহুম মামুল ইসলাম মুকুল স্মৃতি ফুটবলে চাঁদবিল কোয়াটার ফাইনালে



মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মামুল ইসলাম মুকুল স্মুতি ফুটবল টুর্নামেন্টে চাঁদ বিল শেরে বাংলা ক্লাব কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় চাঁদ বিল শেরে বাংলা ক্লাব ২-০ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের শামিম ও সোহাগ ১টি করে গোল করে।