মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি ওয়াচ কমিটি সভাপতি সহযোগি অধ্যাপক মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৬টি বিদ্যালয় ছিল।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এলাকার বিপুল পরিমান সংখ্যক দর্শক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানাবধিকার কর্মী সাদ আহাম্মদ। সূত্রঃ মেহেরপুর নিউজ ২৪