আমঝুপিতে ডা. মহিউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবলে চাঁদবিল ফাইনালে

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও ল্যইব্রেরীর উদ্যোগে আমঝুপি ফুটবল মাঠে অনুষ্ঠিত মরহুম ডা. মহিউদ্দিন আহামেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব প্রথম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব ২-০ গোলে মদনা একাদশকে পরজিত করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে দিপু ও অপু একটি করে গোল করেন।