
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে মৎস্য আহরনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে চাাঁদ বিলের মাছ ধরার মধ্যে দিয়ে মৎস আহরণের শুভ সুচনা করা হয়। চাঁদবিল জল মলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি খুদিরাম হালদার, সাধরণ সম্পাদক আব্বাস আলী উপস্থিত থেকে মাছ আহরণ শুরু করেন। এসময় মৎস্য জীবি খামশেদ আলী সহ চাঁদবিল জল মহাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।