ময়নুদ্দিন আল চিশতী স্বরণে ওরশ মোবারক

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে খাজা ময়নুদ্দিন আল চিশতী স্বরণে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল বারী, ফরহাদ হোসেন, আব্দুর রহমান প্রমুখ।