চাঁদবীল কলনি পাড়ায় শর্ট সার্কেটের আগুনে দুই পরিবার পুড়ে ছাই


মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের চাঁদবীল কলনি পাড়ায় শর্ট সার্কেট হয়ে আগুনে  দুই টি পরিবারের প্রায় ৩ লক্ষ্য টাকার মালা মাল পুড়ে ছাই।

 বৃস্পতিবার বেলা ৩ টার সময় চাঁদবীল কলনি পাড়ায় নিরেস ও চামপা রানীর বসত বাড়ি আগুন দেখতে পাই। আগুন নিভানোর জন্য এলাকার লোক জন্য এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে মেহেরপুর ফায়ার সার্ভিসের  দল ৩ টি ইউনিট ১ ঘন্টা ব্যাপি চেষ্টা করেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন । তার আগে দুইটি পরিবারের প্রায় ৩ লক্ষ্য টাকার মালা মাল পুড়ে ছাই হয়ে যায়।


এলাকারবাসী জানান, নিরেস এবং তার পরিবার কয় দিন আগে ভারতে বড় ভাইয়ের ছেলে মারা যাওয়ার কারণে  ভারতে গেছেন বলে জানান।
এই সময়ে চামপা রানী বলেন, বসত বাড়িতে কেউ না থাকাই বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
তিনি আরো বলেন, আমাদের সব কিছুই আগুনে পুড়ে ছাই, আমাদের আর কিছুই নেই। তিনি বলেন, আমাদের ৪টি ছাগল, একটি গরু এবং কিছু মুরগী, ধান, কাপড়, শীত বত্র সহ সব কিছু পুড়ে গেছে।

মেহেরপুর জেলা প্রশাসক প্রতি আহবান জানান দুইটি পরিবারকে আর্থিক সহযোগিতা জন্য অনুরোধ করেন এলাকা বাসি।