মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে আবুল কাসেম মাষ্টার স্মৃতি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকালে চাঁদবিলে অনুষ্ঠিত খেলায় আবুল কাসেম মাষ্টার স্মৃতি একাদশ ৯৯ রানের বিশাল ব্যবধানে ময়ামারী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। প্রথমে ব্যাট করতে নেমে আবুল কাসেম মাষ্টার স্মৃতি একাদশ ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে অয়ন ৬২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে ময়ামারী একাদশ ৭৮ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নাহিদুল ২৮ রান করে। বিজয়ী দলের আশিক ৪টি ও নিরু ৩টি উইকেট দখল করে।