মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলো সদর উপজেলার চাঁদবিল গ্রামের ফয়জূদীনের ছেলে সোহেল, আব্দুল হামিদ এর ছেলে ফয়সাল এবং নাসিম মিয়ার ছেলে আমিনুল ইসলাম।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল কবরস্থানের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় ওই তিন যুবক আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সোহেলকে খুলনায় রেফার্ড করা হয়েছে।