করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর দল মেহেরপুর অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহর মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, কোলার মোড়ে অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরা কারিদের অযথা বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
জনসচেতনতা চলাকালীন সময় সেনাবাহিনীর সদস্যরা জীবনানাশক স্প্রে করেন এবং কয়েকজনেকে মাস্ক বিতরণ করেন। বগুড়া সেনানিবাসে ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফকরউদ্দিন, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।