আমঝুপিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


 মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।


বুধবার সকালে আমঝুপি  বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শাখার উদ্বোধন  উপলক্ষে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখার ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।


তৃনমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইউনিক এন্টারপ্রাইজের চেয়ারম্যান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক’র উদ্যোগে আমঝুপি বাজারের রিয়াদ প্লাজার ২য় তলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হলো।



 

বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখার ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আমঝুপি শাখার উদ্বোধন করেন।


প্রধান অতিথি‘র বক্তব্যে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জনসাধারণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তৃনমূল পর্যায়ে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে আরো একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হলো। মূল শাখার যাবতীয় কর্মকান্ড এজেন্ট শাখার মাধ্যমে করা যাবে। যেমন: ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স-এর অর্থ প্রদান, ইসলামী ব্যাংকের যে কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, অ্যাকাউন্ট ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী, ডেবিট ও খিদমাহ কার্ডের আবেদন গ্রহন, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, ইউটিলিটি বিল গ্রহন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদান সহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহক সেবা এই এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার মাধ্যমে করা যাবে।


এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার প্রিন্সিপাল অফিসার এস এম আনসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক মুন্সি আবু সালেহ, আমঝুপি ইউপি চেয়ারম্যানের ছেলে সেলিম রেজা, আমঝুপি বাজার কমিটির কোষাধ্যক্ষ সানি আযিম। সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আমঝুপি শাখার প্রোপাইটর ও ইউনিক এন্টারপ্রাইজের চেয়ারম্যান আইটি বিশেষজ্ঞ মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। আমঝুপি শাখার এজেন্ট ও ইউনিক এন্টারপ্রাইজের চেয়ারম্যান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক বলেন, আপনাদের ব্যাংকিং সুবিধা হাতের নাগালে দিতে আমার এই উদ্যোগ। ইসলামী ব্যাংকের সকল সুবিধা এখন থেকে এখানেই পাবেন। এসময় তিনি আমঝুপি শাখার দ্রুত সাফল্যের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। পরে দোয়া পরিচালনা করেন চাঁদবিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইমাম মুহাম্মদ মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার অফিসার আব্দুল মোঈন।