চাঁদবিল শেরে বাংলা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী বছর বৃহৎ আকারে ফুটবল টুর্নামেন্ট করার লক্ষ্যে চাঁদবিল শেরে বাংলা ক্লাবের মাঠ পরিচর্যা শুরু হয়েছে। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের অতীত এবং বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে মাঠের সম্প্রসারণ করা থেকে শুরু করে মাঠ পরিচর্যার কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে চাঁদবিল গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে মাঠ পরিচর্যার কাজে সহযোগিতা করেন।এ সময় বিভিন্ন প্রান্ত থেকে ঘাস নিয়ে এসে মাঠে লাগানো থেকে শুরু করে মাঠের বিভিন্নভাবে পরিচর্যার কাজ করা হয়।

আশির দশকের খেলোয়াড় চাঁদবিল শেরে বাংলা ক্লাবের অন্যতম সদস্য মাজেদ আলী বলেন, এলাকার যুব সম্প্রদায়কে রক্ষা করতে আগামী বছর শেরে বাংলা ক্লাবের উদ্যোগে বৃহতাকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। তারই প্রস্তুতি হিসেবে ঐতিহ্যবাহী মাঠকে সংস্কার করা হচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।