
মেহেরপুরের মহাজনপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর, মারুফ এবং প্রান্ত নামের তিনজন যুবক মারাত্মক আহত হয়েছেন।
আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তানভীর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আজিজুল এর ছেলে, মারুফ একই উপজেলার কোমরপুর গ্রামের ইমাদুল এর ছেলে এবং প্রান্ত বাবুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে ঘটনার সময় মারুফ মেহেরপুরের দিকে মোটরসাইকেল প্রাইভেট পড়তে আসছিল এবং তানভীর ও প্রান্ত একটি মোটর সাইকেল যোগে মেহেরপুর থেকে মহাজনপুর দিকে যাচ্ছিল পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে দুটি মোটর সাইকেলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। আহত ৩ যুবককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।