মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আরো একটি সড়ক দুর্ঘটনা

Image may contain: one or more people



মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের একটি সড়ক দুর্ঘটনায় সোহেল ও শোভন নামের দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছে।

আহত সোহেল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আজমত আলী ছেলে এবং শোভন চুয়াডাঙ্গার খাদিমপুর গ্রামের হাবলু বিশ্বাসের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। জানােগছে চাঁদবিল গ্রামের সোহেল সাইকেল বাড়ি ফিরছিল একই সময়ে শোভন মোটরসাইকেল নিয়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাবার পথে সাইকেল আরোহীর সোহেলকে ধাক্কা মারে। এতে দুজনের হতে হয়। আহত দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভর্তি করার পর সোহেলকে রাজশাহী এবং শোভন কে চুয়াডাঙ্গা রেফার্ড করা হয়েছে।  আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

Image may contain: 1 person, hat

উল্লেখের মাত্র ২ ঘণ্টা আগে একই সড়কের ব্র্যাক অফিসের কাছে অপর এক সড়ক দুর্ঘটনায় মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল তহিদুল ইসলাম বাবলুর ছেলে সাগর নিহত এবং কাউন্সিল তহিদুল ইসলাম বাবলুসহ  আহত হয়েছে ৩ জন।

এছাড়াও আজ সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের বামন পাড়ার মোড়ে মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে।