মেহেরপুরের চাঁদবিলে জলমহাল মাছ ধরা শুরু

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল জলমহাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চাঁদ বিলে মাছ আহরণ শুরু হয়েছে।

বুধবার ভোর থেকে মাছ আহরণ শুরু হয়। চাঁদাবিল জল মহাল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য খামশেদ আলী জানান প্রতিদিন গড়ে ৫ টন করে মাছ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে, আগামী দুই মাস পর্যন্ত মাছ আহরণ চলবে মাছ আহরণের প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ আহরণ করতে দেখা গেছে। বড় বড় রুই, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।মেহেরপুরের সবচেয়ে বড় বিল চাঁদ দিলের মাছ মেহেরপুর জেলার মাছের চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও মাছ পাঠানো হয়।