বয়স ভিক্তিক ফুটবল খেলোয়াড় বাছায়ের দ্বিতীয় ধাপে খেলোয়াড়রা রাজশাহীতে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে দেশব্যাপী বয়স ভিত্তিক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছায়ের দ্বিতীয় ধাপে খেলোয়াড় বাছায়ের জন্য মেহেপুরের ৮ শিশু বাছাই রাজশাহী পৌঁছেছে।

বৃহস্পতিবার  মেহেরপুরের এক শিশু রাজশাহীর উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করে।এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ২ জন প্রশিক্ষক দুই দিনব্যাপী বাছাই শেষে ৮ জনের নাম ঘোষণা করেন। মেহেরপুরে সুযোগ পাওয়া শিশুরা হল মোহাম্মদ রাহুল ওমর রুমি (চাঁদবিল), মোহাম্মদ আলফাজ ( চাঁদবিল), জাব্বারুল ইসলাম (হিজুলি), আবু সুফিয়ান ( আমঝুপি), মোহাম্মদ আবুল্লাহ আল মামুন (দারিয়াপুর), সাজেদুর রহমান ( চাঁদবিল), সোহান আহমেদ ( দারিয়াপুর), গাফফার উল ইসলাম (মোনাখালী)।