ঝাউবাড়িয়া সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল সেমিফাইনালে

মেমেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার বিকেলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত শেষ কোয়াটার ফাইনাল খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ০-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে কুলবাড়িয়া সোনালী ক্লাবকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় বেলাল গোল করে কুলবাড়িয়া সোনালী ক্লাবকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১৫’মিনিটের মাথায় মেরাজ গোল করে চাঁদবিল কে সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় কোবরা দলের পক্ষে গোল করে চাঁদবিল শেরে বাংলার জয় নিশ্চিত করেন। খেলায় বিজয়ী দলের কোবরা ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। মের্সাস মোয়াজ্জেম হোসেন এর সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

সত্য সংঘ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবি,সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব খাজা মইনুদ্দিন লিটন, সদস্য সজিব, মামলত জোয়ারদারপ্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রিয়ান। তাকে সহযোগিতা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু।