মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শনিবার বিকালে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব ও কোদালকাটি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব জয়লাভ করে। মহাব্বতের দেওয়া একমাত্র গোলে চাঁদবিল শেরেবাংলা ক্লাব কোদালকাটি একাদশকে পরাজিত করে।