মেহেরপুরে প্রথম বিভাগ ফুটবল লীগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়ী

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়লাভ করেছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ১-০ গোলে আশরাফপুর জনকল্যাণ ক্লাব কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে উভয় দলই গোলের সহজ সুযোগ লাভ করলেও কোন পক্ষই গোল করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় শেরেবাংলা ক্লাবের পক্ষে মহব্বত গোল করেন। এর কয়েক মিনিট পরে আরো একটি সহজ সুযোগ লাভ করলেও গোলের ব্যবধানে দ্বিগুণে পরিণত করতে না পেরে শেষ পর্যন্ত এক গোলে জয়ী হয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন । চাঁদবিল শেরে বাংলা ক্লাব।