মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের অধিনায়ক আব্দুল মালেক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন। রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লিগের ফাইনাল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাবের অধিনায়ক আব্দুল মালেক দীর্ঘ খেলোয়াড়ী জীবন ইতি টানেন। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় আব্দুল মালেক তার খেলা শেষ করে মাঠের বাইরে চলে আসলে, তাকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
আব্দুল মালেক ১৯৯৮ সালে চাঁদবিল শেরেবাংলা ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করেন। প্রথম বিভাগ ফুটবল লিগ ছাড়াও চাঁদবিলের হয়ে জেলার বিভিন্ন স্থানে খেলায় অংশগ্রহণ করেছেন। একই সাথে তিনি মেহেরপুর জেলা দলের হয়েও দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলেছেন।
আব্দুল মালেক একাধিকবার মেহেরপুর জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফুটবল খেলা ছাড়লেও আব্দুল মালেক ফুটবলের সঙ্গে তার সম্পর্ক অটুট রাখবেন, কেননা এরই মাঝে তিনি মেহেরপুর জেলা ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। একইসাথে মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।