মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব চ্যাম্পিয়ন

মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলে চিৎলা জাগরণী ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে কোনো পক্ষই কোন গোল করতে না পারায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে চাঁদবিলের পক্ষে সুজন, আকাশ, জিকো ও সেলিম গোল করেন। চিৎলা জাগরণীর পক্ষে রাব্বি একমাত্র গোলটি করেন। চিৎলার সুরুজ ও আশিকের শর্ট চাঁদবিলের গোলরক্ষক আশরাফুল রুখে দেন।

বিজয়ী দলের গোলরক্ষক আশরাফুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাজ্জাদুল আনামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, খন্দকার আবু সামাইন, আব্দুস সালাম, রকিবুল ইসলাম মিঠু প্রমূখ।


 

চাঁদবিল শেরে বাংলা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী বছর বৃহৎ আকারে ফুটবল টুর্নামেন্ট করার লক্ষ্যে চাঁদবিল শেরে বাংলা ক্লাবের মাঠ পরিচর্যা শুরু হয়েছে। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের অতীত এবং বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে মাঠের সম্প্রসারণ করা থেকে শুরু করে মাঠ পরিচর্যার কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে চাঁদবিল গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে মাঠ পরিচর্যার কাজে সহযোগিতা করেন।এ সময় বিভিন্ন প্রান্ত থেকে ঘাস নিয়ে এসে মাঠে লাগানো থেকে শুরু করে মাঠের বিভিন্নভাবে পরিচর্যার কাজ করা হয়।

আশির দশকের খেলোয়াড় চাঁদবিল শেরে বাংলা ক্লাবের অন্যতম সদস্য মাজেদ আলী বলেন, এলাকার যুব সম্প্রদায়কে রক্ষা করতে আগামী বছর শেরে বাংলা ক্লাবের উদ্যোগে বৃহতাকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। তারই প্রস্তুতি হিসেবে ঐতিহ্যবাহী মাঠকে সংস্কার করা হচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


 

মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ফাইনালে

মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়। জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব প্রথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১ম সেমি-ফাইনাল খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২-০ গোলে শালিকা একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় চাঁদবিলের পক্ষে আকাশ গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের একেবারে শেষ প্রান্তে আকাশ আবারও গোল করে নিজের গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। দুটি গোল করে আকাশ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট কমিটির আহবায়ক সাজ্জাদুল আনাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।


 

মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়ী

মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়। জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়লাভ করেছে।

বুধবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ১-০ গোলে জোড়পুকুরিয়া একাদশকে পরাজিত করে। প্রথমার্ধে ১৪ মিনিটের সময় আকাশ জয়সূচক গোলটি করেন। খেলায় বিজয়ী দলের আকাশ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন ।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাজ্জাদুল আনাম এবং ফিরাতুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন। খেলাটি পরিচালনা করেন একে ফারহা হোসনে লিটন তাকে সহযোগিতা করেন এ কে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু।


 

ঝাউবাড়িয়া সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল সেমিফাইনালে

মেমেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল শেরে বাংলা ক্লাব শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার বিকেলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত শেষ কোয়াটার ফাইনাল খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ০-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে কুলবাড়িয়া সোনালী ক্লাবকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় বেলাল গোল করে কুলবাড়িয়া সোনালী ক্লাবকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১৫’মিনিটের মাথায় মেরাজ গোল করে চাঁদবিল কে সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় কোবরা দলের পক্ষে গোল করে চাঁদবিল শেরে বাংলার জয় নিশ্চিত করেন। খেলায় বিজয়ী দলের কোবরা ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। মের্সাস মোয়াজ্জেম হোসেন এর সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

সত্য সংঘ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবি,সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব খাজা মইনুদ্দিন লিটন, সদস্য সজিব, মামলত জোয়ারদারপ্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রিয়ান। তাকে সহযোগিতা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু।


 

চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শনিবার বিকালে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব ও কোদালকাটি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব জয়লাভ করে। মহাব্বতের দেওয়া একমাত্র গোলে চাঁদবিল শেরেবাংলা ক্লাব কোদালকাটি একাদশকে পরাজিত করে।


 

চাঁদবিল শেরেবাংলা ক্লাবের অধিনায়ক আব্দুল মালেকের ফুটবল অবসর গ্রহণ

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরেবাংলা ক্লাবের অধিনায়ক আব্দুল মালেক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন। রবিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লিগের ফাইনাল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাবের অধিনায়ক আব্দুল মালেক দীর্ঘ খেলোয়াড়ী জীবন ইতি টানেন। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় আব্দুল মালেক তার খেলা শেষ করে মাঠের বাইরে চলে আসলে, তাকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

আব্দুল মালেক ১৯৯৮ সালে চাঁদবিল শেরেবাংলা ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করেন। প্রথম বিভাগ ফুটবল লিগ ছাড়াও চাঁদবিলের হয়ে জেলার বিভিন্ন স্থানে খেলায় অংশগ্রহণ করেছেন। একই সাথে তিনি মেহেরপুর জেলা দলের হয়েও দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলেছেন।

আব্দুল মালেক একাধিকবার মেহেরপুর জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফুটবল খেলা ছাড়লেও আব্দুল মালেক ফুটবলের সঙ্গে তার সম্পর্ক অটুট রাখবেন, কেননা এরই মাঝে তিনি মেহেরপুর জেলা ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। একইসাথে মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


 

জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের চাঁদবিল ফাইনালে

চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সাব্বিরের আচমকা কিক বারের কানায় লেগে ফেরত আসার পরপরই অনেকেই ভেবে নিয়েছিল চাঁদবিল শেরেবাংলা ক্লাবকে সেমিফাইনাল থেকে বাড়ি ফিরে যেতে হবে।

চাঁদবিল শেরেবাংলা ক্লাবের বিষয়টি আরো জোরালো হয়েছিল যখন গোভিপুর ভৈরব ক্লাবের শাওন গোল করে দলকে এগিয়ে নেন ১-০ গোলে, সেটি ছিলো খেলা প্রথমার্ধের ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেওয়া। এই এগিয়ে থাকাটা দ্বিতীয়ার্ধের ১৬ মিনিট পর্যন্ত। তখনো সকলে ধরেই নিয়েছিল পিরোজপুর জনতা ক্লাবের সঙ্গে ফাইনালের সঙ্গী হচ্ছেন গোভিপুর ভৈরব ক্লাব। বিষয়টি আরো জোরালো করে তুলেছিল দ্বিতীয়ার্ধে ১৬ মিনিটের সময় যখন শেরেবাংলা ক্লাব পেনাল্টি লাভ করে দলের অভিজ্ঞ খেলোয়াড় পলাশ গোল করতে না পারা।

শেষ পর্যন্ত নানারকম অঘটনের মধ্যে দিয়ে চাঁদবিল শেরেবাংলা ক্লাব দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট লাভ করে। অর্থাৎ শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে চাঁদবিল শেরেবাংলা ক্লাব ৪-২ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের ২য় সেমিফাইনালে চাঁদবিল শেরেবাংলা ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় গোভিপুর এর শাওন গোল করে দলকে এগিয়ে নেন, প্রথমার্ধে উভয় দল গোলের সুযোগ পেয়েও শেষপর্যায়ে কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের সময় চাঁদবিল শেরেবাংলা ক্লাব কর্নার কিক লাভ করে, আকাশের কর্নার কিক ডি-বক্সের বাইরে থেকে সতীর্থ খেলোয়াড় রাসেল হেড, রাসেলের হেডটি গোল মুখে প্রবেশের আগেই গোভিপুর এর মাসুম হাত দিয়ে বলটি আটকে দেন। রেফারি আব্বাসউদ্দীন সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। এসময় আজিজুলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলে বাদ সাধে গোভীপুরের খেলোয়াড়েরা। তারা খেলতে অস্বীকৃতি জানায়। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর ক্লাব কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হলে পেনাল্টি কিক নিতে আসেন চাঁদবিলের পলাশ, মাঠে তখন পিনপতন নীরবতা। পলাশ কিক নিলেন, বল চলে গেল শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে।

গোল না হওয়ায় উল্লাস গোভীপুর ভৈরব ক্লাব শিবিরে, অপরদিকে গোল না হওয়ার বেদনা চাঁদবিল শেরেবাংলা ক্লাব শিবিরে। গোল কিক থেকে খেলা শুরু হওয়ার পর খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে শেরে বাংলার রাসেল দর্শনীয় একটি গোল করে খেলায় সমতা ফেরান। খেলায় শেষ সময়টুকু উভয় দলে আক্রমণের ধার বাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবে থেকে যায়। শুরু হয় ট্রাই ব্রেকার।

টাইব্রেকারে চাঁদবিল শেরেবাংলা ক্লাবের আকাশ, পলাশ, রাসেল এবং সাব্বির গোল করলেও মহব্বতের কিক বারের উপর দিয়ে চলে যায়। অপরদিকে গোভিপুর ভৈরব ক্লাবের সিয়াম এবং রমে গোল করলেও দলের রাজীব এবং শামীমের কিক শেরেবাংলা ক্লাবের ফয়সাল আটকে দিয়ে হিরো বনে যান।

শেষ পর্যন্ত খাদের কিনারে থেকেই চাঁদবিল শেরেবাংলা ক্লাব জয় লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে জয়ের নায়ক গোলরক্ষক ফয়সালকে নিয়ে ক্লাব কর্মকর্তারা মাঠে উল্লাস শুরু করেন। আগামী ৪ এপ্রিল ফাইনাল খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব পিরোজপুর জনতা ক্লাবের মুখোমুখি হবে।


 

প্রথম বিভাগ ফুটবল লীগে চাঁদবিল শেরেবাংলা ক্লাব কোয়াটার

খেলার বয়স সবে মাত্র ৩ মিনিট ঠিক সেই সময় চাঁদবিল শেরেবাংলা ক্লাবের স্ট্রাইকার মহব্বত দ্রুতগতিতে বল নিয়ে পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করেছেন। এ সময় পেনাল্টি বক্সের মধ্যে তাকে ফাউল করা হয়।

রেফারি ফসরা হোসেন লিটন বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন, সেই মহাব্বত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। সেই এক গোলের সুবাদে শেষ পর্যন্ত চাঁদবিল শেরে বাংলা ক্লাব ২য় দল হিসাবে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় চাঁদবিল শেরেবাংলা ক্লাব শেষ পর্যন্ত ওই ১-০ গোলে গাংনী ফুটবল একাডেমি কে পরাজিত করে ২ খেলা থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার নাম লেখায়। অবশ্য এর এক মিনিট পরে গাংনীও খেলায় সমতা ফেরানোর সুযোগ লাভ করেছিল।

কিন্তু শেষ পর্যন্ত বলটি ক্রসবারের উপর দিয়ে চলে গেলে গাংনীর পক্ষে খেলায় ফেরা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে চাঁদবিল শেরেবাংলা ক্লাব মাঠ ত্যাগ করেন।


 

মেহেরপুরে প্রথম বিভাগ ফুটবল লীগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়ী

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়লাভ করেছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব ১-০ গোলে আশরাফপুর জনকল্যাণ ক্লাব কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে উভয় দলই গোলের সহজ সুযোগ লাভ করলেও কোন পক্ষই গোল করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় শেরেবাংলা ক্লাবের পক্ষে মহব্বত গোল করেন। এর কয়েক মিনিট পরে আরো একটি সহজ সুযোগ লাভ করলেও গোলের ব্যবধানে দ্বিগুণে পরিণত করতে না পেরে শেষ পর্যন্ত এক গোলে জয়ী হয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন । চাঁদবিল শেরে বাংলা ক্লাব।